আয় দুক, আয় তুই,
তত্য়েই পাদি থোয়োঙ পাদি,
পরানর পত্তি নারি তানি তানি সিনি
থাচ মারেচ পত্তি সিনি জেয়ে নারি চুঝি
ফুদো ফুদো লো তুই চুঝিচ পরান ভরি
মা সান পালেম তরে তজিম আল্য়েঙে গরিহ।
পরান আয় তুই আয় ঝাদি।
সুনজুগে জেবেঘি ঘুম মর মনর ওজোলেঙত,
তর আদরে আদরে-
হিঝু নারি পরানর, হিঝু চিদোর জেবাক সিনি
জাদোক সিনি।
মা সান পোচপানায় তরে থোম লঘে লঘে
বুঘোত বেরে’ই থোম দিয়েন গিরগিচ্য়ে সনমোচ্য়ে আহদে,
আদর গরিহ ধাকঘাজি বঝি
এগামনে দাগি দিম ওলি,
দিভে চোক তর লারেহ এভাক বদি।
গভিন পরানর মর ফোবেয়ে বনিজেচ্ছান
সিদি জেব ত হবালত বিজোনর বোয়েরর সান
ঘুমোন গরিভো তর গভিনত্থুন গভিন।
আয় দুক, আয় তুই, আহওজে ফাঙ গরঙর তরেহ।
বুঘোত মর ঝামদি পর মুওন মর চাবি দি-আহদে।
গদা বুক জুরি উত হিজেক সারিহ
মা-সারা গুরো সান উত হানি হানি।
পরানর থুমোনোর হুরে
ভাঙা ধুদুক ইক্কো আঘে
দি-আহদে বারিদে সিবে
হিয়েত জা’ বল আঘে।
পাগলর সান বাজা
ধুকরু নাধুক ধেকরে ধুক
পাগল ধুদুক বাজা
ভাঙিলে ভাঙোক বুক।
হিজেগে হিজেগরে দিবো বারি
বাচ্য়েবারি উদিভো হিজেক সারিহ
এক সুরে এক সমারে উদিভাক হানি
থরি নপাচ্য়ে সুলোনায়-
আয় দুক, আয় তুই আয়।
ভারি গায়গায় এ মনান।
আর হিচ্ছু নয়,
হায় আয় একবার, রিনি চা’ মুওন মর,
চোক্খুন দে একবার চোঘোত মর,
একরিনি চে’ই থাক হাক্কন এবার।
আর হিচ্ছু নয়,
এ মনান গায়গায়
বানাহ একজন সমার তোগায়।
আয় দুক, তুই হা’য় আয়।
হধা নহবে জনি বঝি থেবে নিরিবিলি
পরানর হুরে দিন-রেইত।
লুলোঙ গরিভার চেলেহ ম মনানর হা’য় জেবে
মনানে তোগায় লুলোঙর সাঙেত।
আয় দুক পরানর ধনান,
তত্য়েই পাদি থোই দুওঙ ফুলোর বিচ্য়নান,
পরানর বধুর থুমোত
জা’ লো এভসঙ আঘে বাজিনেই
সিয়েনিই পারিবে তুই হেই নিগিরেই।
দুঃখ-আবাহন/সন্ধ্যাসংগীত
Photo credit: https://unsplash.com/@coopery